A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

বায়ূ দূষণ রোধে রোববার (২ এপ্রিল) অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। এসময় ২টি অবৈধ ইটভাটাকে ১০ লক্ষ টাকা, ১টি বায়ুদূষণকারী কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা এবং ১টি ইটভাটার মালিককে ১ মাসের জেল প্রদান করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বায়ুদূষণকারী নিম্নোক্ত ইটভাটা ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭ লক্ষ টাকা জরিমানা আদায় এবং ১ মাসের জেল হাজত প্রদান করা হয়:
১) মেসার্স এএসবি ব্রিক-১, কর্ণগোপ, তারাব পৌরসভা, রুপগঞ্জ।
২) মেসার্স প্রিমিয়ার স্টীল রি-রোলিং মিলস (প্রাঃ) লিঃ, আড়িয়াব, বরপা, রূপসী, রূপগঞ্জ।
৩) মেসার্স নাসির উদ্দিন ব্রিক, আওখাব, ভূলতা, রুপগঞ্জ।
৪) মেসার্স আরবিএম ব্রিকস, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।
৫) মেসার্স এমটিবি ব্রিকস, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।
৬) মেসার্স এআরবি ব্রিক-১, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।
৭) মেসার্স এআরবি ব্রিক-২, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।
৮) মেসার্স বিআরবি ব্রিক-১, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।
৯) মেসার্স বিআরবি ব্রিক-২, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫ (২) ধারা লংঘনের দায়ে মেসার্স এএসবি ব্রিক-১’কে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং মেসার্স নাসির উদ্দিন ব্রিককে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয় অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়। এছাড়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর ৭ (৪) ধারা অনুযায়ী মেসার্স প্রিমিয়ার স্টীল রি-রোলিং মিলস (প্রাঃ) লিঃ কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এছাড়া মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রীট পিটিশন নং-৯১৬/২০১৯ এর বিরুদ্ধে লিভ টু আপীল মামলা নং ৮০৬/২০২২ থাকায় নিম্নোক্ত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।
১) মেসার্স আরবিএম ব্রিকস, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।
২) মেসার্স এমটিবি ব্রিকস, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।
৩) মেসার্স এআরবি ব্রিক-১, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।
৪) মেসার্স এআরবি ব্রিক-২, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।
৫) মেসার্স বিআরবি ব্রিক-১, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।
৬) মেসার্স বিআরবি ব্রিক-২, তারাইল, বিরাব, কাঞ্চন, রুপগঞ্জ।

নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগের সংবাদ দেখুনঅবৈধ জুস তৈরির কারখানায় অভিযান
পরের সংবাদ দেখুনমার্চে কমেছে বাইক, বেড়েছে বাস দুর্ঘটনা