
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রূপগঞ্জে জমকালো আয়োজনে ইউএস বাংলা মেডিকেল কলেজের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালণ করা হয়েছে। র্যালী, বেলুন উড়ানো, কোরআন তেলাওয়াত ও কলেজের অভ্যন্তরে একটি কনফারেন্স রুমের উদ্ধোধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ সকল অনুষ্ঠান পালণ করা হয়।
অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা.আব্দুল মতিন, প্রফেসর ডা. আবিদা আহমেদ, প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির, প্রফেসর ডা.মমতাজ হোসেন, প্রফেসর ডা. এটিএম মাহবুবুল আলম, প্রফেসর ডা. বিজয় কুমার সরকার, ডা. মাহবুব ঢালী, ডা. এনায়েত করিম, অধ্যাপক সাজ্জাদুর রহমান সহ কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সহ আরো অনেকে।