A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নকল ঔষধ উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম। এসময় বিপুল পরিমান অবৈধ স্যালাইন এবং ঔষধ বিনষ্ট করা হয়।

বুধবার (২৮ মার্চ) দিনব্যাপী টাস্ক ফোর্সের এই অভিযান পরিচালনা করা হয়। রাতে নারায়ণগঞ্জ ডিসি অফিসের জে.এম শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে মিজমিজি পাইনাদি এলাকায় নকল স্যালাইন উৎপাদনকারী গ্রীন কনজুমারস নামক কারখানায় নিরাপদ খাদ্য আইন অনুসারে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। সানারপাড় এলাকায় এনকো ল্যাবরেটরিজ নামক একটি আয়ুর্বেদিক ঔষুধ কারখানায় অবৈধ ঔষধ উৎপাদনের কারণে ঔষধ আইন ১৯৪০ অনুসারে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া কাঁচপুর এলাকায় মূল্য তালিকা না রাখার কারণে দু’টি খেজুরের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আগের সংবাদ দেখুনধর্ষণ মামলার আসামী গ্রেফতার
পরের সংবাদ দেখুনঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট