A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সিদ্ধিরগঞ্জে মাহবুবুর রহমান নামে এক বিসিএস শিক্ষা ক্যাডারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত ও তার ছোট ভাই-বাবাকে কুপিয়ে পালিয়ে যায়। মাহবুবুর রহমান ৩৮তম বিসিএস ক্যাডারের একজন সদস্য। এ ঘটনার সুষ্ঠু বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে রোববার দুপুরে নাভানা সিটিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন ও এলাকাবাসী।

মাহবুবুর রহমানের বাবা আবু বক্কর সিদ্দিক জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রথম রোজার বিকেলে প্রতিপক্ষরা বহিরাগত লোক দিয়ে আমাদের পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায়। আমার বড় ছেলের পেটে ছুরিকাঘাত করেছে হামলাকারীরা। ছোট ছেলের অবস্থাও আশঙ্কাজনক। আমরা এমন সন্ত্রাসী কর্মকান্ডের সুষ্ঠু বিচার চাই।

উল্লেখ্য, গত শুক্রবার জমি সংক্রান্ত বিরোধের জেরে মাহবুবুর রহমান ও তার পরিবারের উপর ধারালো অস্ত্রসহ হামলা করে প্রতিপক্ষরা। এতে মাহবুবুর রহমান, তার ছোট ভাই ও বাবা গুরুতর আহত হয়। তারা দুই ভাই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আগের সংবাদ দেখুনগাঁজা ও ফেনসিডিল সহ আটক ২
পরের সংবাদ দেখুনকিরামান-কাতেবীনের কোটি টাকার মিশন