A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

২৫ মার্চ দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য সহ ট্রাক চালক মো. সবুজ (২২) ও হেলপার মো. ইসমাইল হোসেনকে (৪৫) আটক করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৫৫ কেজি গাঁজা, ৪০ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আসামীদ্বয় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

আগের সংবাদ দেখুনস্কুল ব্যাগে মদের বোতল
পরের সংবাদ দেখুনবিসিএস ক্যাডারের উপর সন্ত্রাসী হামলা