
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রুপগঞ্জে পরিবেশ দূষণকারী তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৫ মার্চ) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম এ পরিচালনা করে। এসময় ৩টি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, অভিযানে জিউজু ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামে একটি কারখানায় তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ও ফিউম এক্সট্রাকশন সিস্টেম বন্ধ থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৯ ধারা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর ৭ (৪) ধারা অনুযায়ী ৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
এছাড়া হাইটেক স্টীল এন্ড রি-রোলিং মিলস লিঃ নামক কারখানাটির দূষণ নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা না থাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর ৭ (৪) ধারা অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। উল্লেখ্য, কারখানাটি শুধুমাত্র রি-রোলিং কার্যক্রমের জন্য পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করে এ দপ্তরের অনুমোদন ব্যতিত স্টিল মিলের কার্যক্রম পরিচালনা করছিল। কারখানাটিতে ফিউম এক্সট্রাকশন সিস্টেম স্থাপন না করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এবং পূর্বাচল আবাসিক এলাকায় অবস্থিত পুরাতন ব্যাটারী থেকে সীসা গলানোর ফলে সৃষ্ট এসিড বর্জ্য কারখানা সংলগ্ন লেকে নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণ করায় আরেকটি কারখানাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং আগামী তিন দিনের মধ্যে কারখানার সকল স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।