A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি লুৎফর রহমান বুলেট টাঙ্গাইল জেলার সদর থানাধীন কাফিলাপাড়া এলাকার ভুলু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে এ অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে বন্দর থানা এবং ধামগড় ফাঁড়ির পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-৯২৩৪) থেকে ড্রাইভার লুৎফর রহমান বুলেটের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগের সংবাদ দেখুনমৌসুমী ফল যেভাবে সর্দি, কাশির উপশম করে
পরের সংবাদ দেখুনছিনতাইকালে পুলিশ সহ গ্রেফতার ৪