A Top Ads

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী সারা আলি খান অভিনীত ‘লাভ আজ-কাল’ মুক্তি পায় ২০২০ সালে। সিনেমা হলে চূড়ান্ত ব্যর্থ হয় ছবিটি। একই সময়ে তাদের মধ্যে প্রেমের কথাও শোনা যায়। তবে ভেঙে যায় সেই সম্পর্কও। বলিউডে অন্যতম আলোচিত সারা বিভিন্ন সময় নিজের সাবেক নিয়ে ঠেস মারা অনেক কথাই বলেছেন। অবশেষে নিজের ‘ব্রেকআপ’ নিয়েও মুখ খুললেন নবাব কন্যা। খবর আনন্দবাজারের।সারা জানান, ২০২০ সাল তার জন্য এক ভয়ংকর বছর। সালটা দেখে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন অনেকেই, নাম প্রকাশ না করে সারা আসলে কার্তিকের সঙ্গে ছাড়াছাড়ির কথাই বলেছেন।সারা আরও বলেন, ‘কেদারনাথ, সিম্বার পর আমার ওপর সবার প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। ফলে একটা চাপ ছিল। এই ছবিগুলোর পর প্রশংসা পেয়েছি। তারপর দুটো ছবিতে খারাপ অভিনয় করায় সবাই বলতে শুরু করল- এটাই আসল সারা!’‘লাভ আজ-কাল’ ছবির ব্যর্থতা প্রসঙ্গে সারা বলেন, ‘আসলে অভিনেত্রী হিসেবে প্রতিটা দিন কিছু না কিছু শিখি। আর এই শেখার চেষ্টাটাই প্রতিনিয়ত করি। আমি এমন অনেক ছবি করেছি যেখানে দর্শক আমাকে পছন্দ করেননি; কিন্তু ভুল করার এটাই তো বয়স আমার।’

আগের সংবাদ দেখুনআলিয়ার যে বদ অভ্যাস সহ্য করেন রণবীর
পরের সংবাদ দেখুনদাঁতের ক্ষয় যেভাবে প্রতিরোধ করবেন