A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কলাপট্টিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রশাসনের নাকের ডগায় চলছে প্রকাশ্যে জমজমাট জুয়ার আসর। তৌহিদুল ইসলাম ওরফে সোর্স তৌহিদের শেল্টারে স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এই জুয়ার আসর চালাচ্ছে। এ আসরে জুয়া খেলে সর্বস্বান্ত হচ্ছে গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক, পরিবহন শ্রমিক ও এলাকার উঠতি বয়সী যুবকরা।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই জুয়ার আসর। কাঁচপুর সিনহা গার্মেন্টস ও স্ক্যায়ার নীট কম্পোজিট এর সামনে এই জুয়ার আসর বসার ফলে মাসের বেতন পাওয়ার পর শ্রমিকরা ভীর জমায় এই জুয়ার আসরে। তাই জুয়ারীরা গার্মেন্ট শ্রমিকদের টার্গেট করেই মাসের প্রথম থেকেই বসায় জুয়ার আসর। এছাড়া রিক্সা চালক ও পরিবহন শ্রমিকসহ এলাকার উঠতি বয়সী যুবকরাও সামিল হয় জুয়ার আসরে।

জুয়া পরিচালনাকারী তৌহিদুল ইসলাম ওরফে সোর্স তৌহিদের সাথে এ ব্যাপারে কথা বললে তিনি জানায়, স্থানীয় পুলিশ প্রশাসনকে নিয়মিত উৎকোচ মাসোহারা দিয়েই জুয়ার আসর বসানো হচ্ছে। স্থানীয় কিছু উঠতি সন্ত্রাসী এই জুয়ার আসর থেকে উৎকোচ নিচ্ছে বলে জানায় তারা।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমার কাছে কোন অভিযোগ আসেনি। তবে ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, বিষয়টি আমি অবগত নই। তবে আমি এখনই খোঁজ নিয়ে দেখছি, ঘটনা সত্য হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো।

 

আগের সংবাদ দেখুনস্ত্রীর মামলায় কারাগারে স্বামী
পরের সংবাদ দেখুনসরকারী গাছ কাটলেন চেয়ারম্যান!