A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

আড়াইহাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ১১.৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (১ মার্চ) র‌্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকুর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার ভাঞ্ছারামপুর থানাধীন শরিফপুর মধ্যপাড়া গ্রামের মৃত ছন্দু বেপারীর ছেলে মো. কুদ্দুছ মিয়া (৬৫), একই জেলার কসবা থানাধীন শিমরাইল গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো. কুদ্দুছ (৪০), বরিশালের কাউনিয়া থানাধীন গুচ্ছগ্রামের মৃত মান্নান হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (৪০), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন বিশনন্দী কড়ইতলা গ্রামের মৃত আব্বাস আলী ফকিরের ছেলে আবুল কালাম (৩৬) এবং একই জেলা ও থানাধীন শরিফপুর গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে মো. ইজ্জত আলী (৬০)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি অপরাহ্নে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাট ফল মার্কেট এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১১.৪ কেজি গাঁজা’সহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

আগের সংবাদ দেখুনপ্রাইভেটকারে মাদক পাচার
পরের সংবাদ দেখুনমেয়ে সেজে সমকামিতা