
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জসিম (৩৮) নামে এক দিনমজুর’কে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ সন্ত্রাসী বিল্পব ও বাদশা বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে আহত জসিম মিয়া বাদী হয়ে অভিযুক্তদের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এর আগে গত বুধবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। সে ঐ এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, দিনমজুর জসিম মিয়ার সাথে একই এলাকার শাহীন মিয়ার সন্ত্রাসী দুই ছেলে বিল্পব ও বাদশা গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে গত বুধবার রাতে ভূমিদস্যু ও স্থানীয় সন্ত্রাসী বিল্পব ও বাদশা’সহ অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দিনমজুর জসিমের বসত-বাড়িতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল করে।
ওই সময় ভূমিদস্যু বিল্পব ও বাদশা গং দিনমজুরের বসত ঘরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় অপর হামলাকারি বাদশা দিনমজুরের ঘরে রক্ষিত নগদ ৭ হাজার ৩’শ টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। আহতের চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।