A Top Ads

প্রেস বিজ্ঞপ্তি

৯২ কেজি গাঁজা’সহ সাইদুল ইসলাম (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত ১ ফেব্রুয়ারী ফুলহর বায়তুল নাজাত জামে মসজিদ সংলগ্ন এলাকা তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব। সাইদুল কুমিল্লার দাউদকান্দি থানাধীন দুর্গাপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।

র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ সদর দপ্তর থেকে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-১১।

আগের সংবাদ দেখুনবিএনপির প্রচারপত্র বিলি ও গণসংযোগ
পরের সংবাদ দেখুনবন্দরে ধারালো ক্ষুর’সহ যুবক আটক