A Top Ads

নারায়ণগঞ্জের বন্দরে সুবিধাবঞ্চিত বেদে পল্লীতে ৩৫ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন শ্লোগান। শনিবার দুপুরে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের দুর্গম চর ধলেশ্বরী এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে শ্লোগানের সভাপতি মীর ছিবগাতুল্লাহ ত্বকী বলেন, ‘এই বছর আমরা তিন দফায় শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করেছি।

শহরের ছিন্নমূল মানুষের পাশে অনেক সহায়তা এলেও দুর্গম ও গ্রামীন অঞ্চলে সহায়তা দিতে কেঁউ আসে না। আমরা সেই পথটিই বেঁছে নিয়েছি এবং বেদেপল্লীর মানুষকে এই শীতে উষ্ণতা দিতে চেয়েছি।’

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, ত্রান ও সহায়তা সম্পাদক সবুর হোসাইন, নির্বাহী সদস্য সাবিত আল হাসান, সাইফুল ইসলাম সাগর, সদস্য লিমন, সানি, তুহিন, হাসান, মামুন, তানভীর, নিপুন প্রমুখ।

আগের সংবাদ দেখুনব্রহ্মপুত্র নদের পানি ও পরিবেশ দূষণ রোধে মানববন্ধন
পরের সংবাদ দেখুনঅপরাধের ‘সম্রাট আকবর’