A Top Ads

ফতুল্লার পাগলাস্থ পদ্মা ব্রীজ রেল প্রজেক্ট থেকে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার টাকার মূল্যবান যন্ত্রাংশ-মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় পদ্মা ব্রীজ রেল প্রজেক্টের  পাগলা শাখার এরিয়া সেফটি অফিসার মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, বিদায়ী বছরের ২৫ ডিসেম্বও সকাল সাড়ে ১০ টার সময় নির্মাণাধীন রেল সংযোগ ব্রীজ এর উপরে রাখা রেল ট্র্যাক এর কাজে ব্যবহৃত প্ল্যাট ওয়াশার, টি-নাট, ডব্লিউ-এজাহার কাতর ও কিছু বার, গ্যাইজ বাপনি এন্ড অয়রন বেইয় প্লেট সহ আরো বিভিন্ন লৌহ উপকরণ বেল ট্রাক এর সাথে ঘটিকার সময় সংযুক্ত ছিল।

চলতি মাসের ২ তারিখে সকাল ৮ টার দিকে সিআরইজি কর্তৃক পরিচালিত সিকিউরিটি ফোর্স উল্লেখিত পদ্মা ব্রীজ রেল প্রজেক্টের  ৩২-৩৯ পিলার পরিদর্শনকালে দেখা যায় যে, উল্লেখিত স্থানের রোগ ট্যাক এর সংযুক্ত প্লেটে ওয়াশর, টি-নাট, ডব্লিউ-৫ শিং বার, গ্যাইজ বাপরি এন্ড আয়রন বেইজ প্লেট সহ মূল্যবান সরঞ্জামের সেট মালামালগুলো নাই। যার মূল্য  এক কোটি নব্বই লক্ষ আটানব্বই হাজার  দুইশত চল্লিশ টাকা।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) মাহাবুবুর রহমান জানান, মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আগের সংবাদ দেখুনশীতে বিপর্যস্ত নারায়ণগঞ্জের জনজীবন
পরের সংবাদ দেখুন১৯ দিন সাব-রেজিস্ট্রার নেই, ভোগান্তিতে জমির ক্রেতা-বিক্রেতা