
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: একদফা দাবিতে জামায়াত বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল ও সানারপাড় এলাকায় রবিবার সকালে ছাত্রদল নেতাকর্মীরা টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল নেতারা জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা শিমরাইল ও সানারপাড় এলাকায় মহানগর ছাত্রদলের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল অবস্থান নেয়। এসময় তারা কয়েকটি টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সড়ক থেকে সরে যায়। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছি। যতদিন পর্যন্ত আমাদের এ দাবি বাস্তবায়ন না হবে ততদিন আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবো।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মহাসড়কে উঠতে দেওয়া হয় নি। তবে সানারপাড় এলাকায় তারা অবস্থান নিয়েছিলো। আমাদের তৎপরতায় তারা কোন কর্মসূচী পালন করতে দেওয়া হয় নি।