
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: জেল হত্যা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার শহরের ২নং রেলগেটস্থ আওয়ামী লীগ অফিসের সামনে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, দপ্তর সম্পাদক এডভোকেট বিদ্যুৎ কুমার সাহা,৷ স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার আতিকুজ্জামান সোহেল, সিপন সরকার, সুশীল দাস, সুজিত সরকার, খাজারহমান এস এম নয়ন, তানভীর কবির মুন্না।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের খুনিরা নির্মম ভাবে হত্যা করার পর আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করার জন্য জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করা হয়, খুনিরা মনে করেছিলেন আওয়ামীলীগ কোনভাবেই দাঁড়াতে পারবে না, খুনিদের মনের আশা পূরণ হয় নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, আগামীতে বাংলাদেশ একদিন স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।
জেল হত্যা দিবস উপলক্ষে তরুন উদীয়মান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা তানভীর কবির মুন্না নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে নিহত মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এবং মন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান ও এম মনসুর আলীর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা নিবেদন করে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে দেশকে স্বাধীন করার ক্ষেত্রে এই চার নেতার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।