
নারায়ণগঞ্জে জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাটিভির ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছেন বাংলাটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সিনিয়র সাংবাদিক দীলিপ কুপার মন্ডল, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল-রহমান লিংকন, বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খাঁন, সেনারাগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন স্বপন, আনন্দ টিভির ক্যামেরা পার্সন কাজী রিয়েল সাব্বির, সিফাত হোসেনসহ আরো অনেকে।
এসময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু বলেন, বাংলা টিভি মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।