
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, যারা স্ত্রী, সন্তান ছেড়ে যুদ্ধে করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। যাদের কারণে আমরা মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হয়েছি তাদের সন্মান আমাদের করতেই হবে। তারাই এ দেশের সূর্য সন্তান।
নারায়ণগঞ্জ জেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও নারায়ণগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নুরুল হুদা, সদর উপজেলা কমান্ডার শাজাহান ভূঁইয়া জুলহাসসহ আরো অনেকে।