
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পঁচিশ কেজি গাঁজাসহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- রাব্বি মিয়া, মহসিন হাওলাদার , আমিনুল ইসলাম ও মোহাম্মদ শেখ ফরিদ।
মঙ্গলবার চিটাগাং রোড এলাকায় হযরত আলীর ফুলের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করে র্যাব।
র্যাব জানায়. গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।