
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
বন্দরের মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য পরিবহনকালে ৬১ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয় এবং আসামীর হেফাজত হতে মাদক বিক্রির নগদ চার হাজার দুইশত পঁয়ষট্টি টাকা উদ্ধার করা হয়।
বুধবার র্যাব-১১’র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় মদনপুরের রাফি ফিলিং স্টেশন এর সামনে মহাসড়কে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামী আবুল খায়ের (৩৪) নোয়াখালীর কবিরহাট থানাধীন নবগ্রামের মোহাম্মদ আবু তাহেরের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ও এর ঢাকা, নারায়ণগঞ্জ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।