নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ আটক -২ সোনারগাঁয়ের নানাখী এলাকা থেকে ৪৯ লাখ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রোববার দুপুরে উপজেলার নানাখী এলাকার ফজল খানের মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নানাখী গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে আঃ রহমান (৫২) এবং একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে মোঃ বাবুল (৬০)।
সোনারগাঁ থানার এসআই মেহেদী হাসান খাঁন জানান, রোববার আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নানাখী এলাকার ফজল খানের মাঠ থেকে তাদেরকে একটি গোলাপী রঙের লাগেজ সহ গ্রেপ্তার করা হয়।
পরে লাগেজ তল্লাশি করে ভেতর থেকে ৪৯ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার এস আই পঙ্কজ কান্তি সরকার জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan