A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

বন্দরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল মদনপুর এলাকা তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন জাংগালিয়ার (সর্দার বাড়ি) মৃত গিয়াস উদ্দিনের ছেলে ওমর ফারুক (২০) এবং ঠাকুরগায়ের রাণীশংকৈল থানাধীন ভরুনিয়া বিন্দালবাড়ী গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. সুমন (২০)।

শনিবার র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রণ লিডার একেএম মুনিরুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগের সংবাদ দেখুনস্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ বাগান
পরের সংবাদ দেখুনকৃষকের ধান কাটছে ছাত্রলীগ