A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

আড়াইহাজারে একটি কলেজে ২৫ বছরের পুরাতন গাছ কেটে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। শনিবার (১৫ এপ্রিল) সরেজমিনে আড়াইহাজারের উচিৎপুরা এলাকার হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের মাঠের এসব গাছ কেটে বিক্রির জন্য রাখা হয়েছে দেখতে পাওয়া যায়। দীর্ঘদিনের পুরাতন এসব গাছ কর্তনে তীব্র ক্ষোভ বিরাজ করছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে।

জানা যায়, ২৫ বছর ধরে কলেজের সূচনালগ্ন থেকে এ গাছগুলো এখানে বেড়ে উঠেছে। যুগের পরিক্রমায় বিভিন্ন কিছু পরিবর্তন হলেও গাছগুলো সেই পূর্বের মতই সবাইকে ছায়া দিয়ে আসছিল। কলেজের মাঠের মাঝে বিভিন্ন স্থানে এ গাছগুলো ছিল। তবে হঠাৎ করেই গত কয়েকদিন ধরে গাছগুলো কেটে বিক্রি করে দেয়া হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ এম এ সালাম বলেন, আমরা নতুন ভবন সহ নানা উন্নয়ন করেছি এবং এখান দিয়ে নতুন ভবনে যাবার একটি রাস্তা হবে তাই এগুলো কেটে ফেলা হয়েছে। যে কয়টা গাছ কাটা হয়েছে তার চেয়ে বহুগুন বেশী গাছ লাগানো হয়েছে। এগুলো ভবন ঘেঁষা গাছ ছিল। অধ্যক্ষ আরো জানান, কলেজের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েই এগুলো কেটে ফেলা হয়েছে।

তবে তার কথার সাথে সরেজমিনে কোন মিল পাওয়া যায়নি। সেখানে দেখা যায়, গাছগুলো মাঠের মাঝে। কেটে ফেলা গাছগুলো চামুল গাছ বলে জানা যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, আমরা বিষয়টা অবগত হয়েছি এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি এগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাঠা হয়েছি কিনা সেটি অনুসন্ধান করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উনাকে নির্দেশনা দেয়া হয়েছে। এখানে যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগের সংবাদ দেখুননদীর উপর কাউন্সিলরের ভবন
পরের সংবাদ দেখুনদরিদ্রদের রিক্সা বিতরণ করলেন শায়েখ আহমাদুল্লাহ