
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকা থেকে ১৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার (১২ মে) বিকেল সাড়ে ৩টায় মিজমিজি সাকিনস্থ রাজ টিম্বার এন্ড ‘স’ মিল এর সামনে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য বহনকালে তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
রাতে র্যাব-১১’র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন সাবেকপাড়া গ্রামের মো. আনোয়ারের ছেলে জুয়েল ওরফে রাব্বি (২৩) এবং সিরাজের ছেলে হৃদয় (২০)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় কুমিল্লা জেলা হতে সংগ্রহ করে নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে গ্রেফতারকৃতরা। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।