
নিউজ ডেস্ক
আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাট ফল মার্কেট এলাকায় থেকে ১২ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন গোয়ালি মান্দা গ্রামের মুত ললু মিয়ার ছেলে মো. রহিচ (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন পাহাড়চন্দ্রপুর গ্রামের ধন মিয়ার মে এবং হেলালের স্ত্রী মোসাঃ আমেনা (২৫)।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা’সহ তাদের গ্রেফতার করে র্যাব-১১। শুক্রবার র্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।