নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভা নির্বাচনের আর মাত্র একদিন বাকি। আজ রাত বারোটায় শেষ হচ্ছে প্রচার-প্রচারণা। শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন কাড়তে নানামূখী প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র প্রার্থীরা। তবে গেল দুইবার বিপুল ভোটে বিজয়ী বর্তমান মেয়র এম এম হালিম শিকদার এবার বিজয়ী হলে হ্যাট্রিক করবেন। গোপালদী পৌরসভায় আপামত জনতার প্রিয় মুখ, অসহায় মানুষের কন্ঠস্বর হালিম শিকদারের হ্যাট্রিকের জয়ের প্রহর গুনছেন পৌরবাসী।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভা নির্বাচনে আড়াআহাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বর্তমান মেয়র আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এম এ হালিম শিকদার। স্বতন্ত্র পদে নির্বাচন করছেন গোপালদী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সাজেন্ট(অব:) আবুল মনসুর আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, বিএনপি থেকে আওয়ামীলীগের নব্য যোগদানকারী তানভীর আহম্মেদ।
স্থানীয়রা জানান, গত দশ বছরে মেয়র হালিম শিকদার এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসাসহ পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি স্থানীয় মানুষের আস্থা আর ভালোবাসা কুড়িয়ে গোপালদী পৌরসভার মানুষের অন্তরে মিশে গেছেন। এলাকার বিচার আচার থেকে শুরু করে গরীব, অসহায় মানুষের সমস্যা সমাধানে সবসময় নিজেকে নিয়োজিত রাখেন। কোন গরীব, অসহায়, মানুষ যদি তার মেয়েকে বিয়ে সাধি দিতে না পারেন মেয়র সাহেব ব্যক্তিগত তহবিল থেকে তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন।
ভোটারদের সাথে কথা বলে জানাযায়, গোপালদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী থাকলেও বর্তমান মেয়র আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এম এ হালিম শিকদার হেভিওয়েট প্রার্থী। তিনি এর আগে দুই দুই বার পৌরবাসীর ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি এবার মেয়র নির্বাচিত হলে হ্যাট্রিকের সাধ গ্রহন করবেন। তাকেই ভোট দিয়ে এলাকার মানুষ নির্বাচিত করবেন। তার দীর্ঘ রাজনীতির ক্যারিয়ার, অসহায় মানুষের প্রতি ভালবাসা আর পৌরবাসীর ব্যাপক উন্নয়নেই আবারো মেয়র পদে জয়ী হবেন হালিম শিকদার।
হাসানুজ্জামান নামে উলুকন্দি এলাকার একজন ভোটার কালের কন্ঠকে জানান, আমাদের এখানে নির্বাচন এলে উৎসবমুখর পরিবেশ সৃষ্ট হয়। সবাই উৎসব, উদ্দীপনার মাধ্যমে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেন। এই পৌরসভায় বর্তমান মেয়র হালিম শিকদারের বিকল্প আর কোন প্রার্থী নেই। তিনিই আবারো আমাদের মাঝে মেয়র নির্বাচিত হবেন। মানুষের প্রতি ভালবাসা, অন্যায়ের প্রতিবাদী, অসহায় মানুষের আস্থার প্রতীক হালিম শিকদারই হবেন গোপালদী পৌরসভার মেয়র।
স্থানীয় সাবেক চেয়ারম্যান শওকত হোসেন কালের কন্ঠকে জানান, মেযর পদে চারজন প্রার্থী নির্বাচন করলেও বর্তমান মেয়রের সাথে পাল্লা দিয়ে নির্বাচন করার মত জনমত ও গ্রহন যোগ্যতা অন্যকোন প্রার্থীর নেই। শেষ পর্যন্ত তিনিই মেয়র পদে ফের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তিনি এই পৌরসভা এলাকার মানুষের মাঝে মিশে গেছেন পরিবারের মতো। সুখে দুখে তাকেই পৌরবাসী কাছে পান। তাই তিনিই হবেন গোপালদী পৌরসভার মেয়র।
আওয়ামীলীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এম এ হালিম শিকদার জানান, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগে রাজনীতি শুরু করি। রাজনীতি করতে গিয়ে একাধিকবার জেল, যুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। এরপরেও আওয়ামীলীগের রাজণীতি থেকে বিন্দু পরিমান সরে দাড়ায়নি কখনো। ইতিপূর্বে পরপর দুইবার ভোট দিয়ে জনগণ আমাকে মেয়র পদে বিপুল ভোটে জয়ী করেছেন।
এবারও আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি শতভাগ আশাবাদি। তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, গেল দশ বছরে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুুর নেতেৃত্বে ও সার্বিক সহযোগীতায় ওই পৌরসভার ব্যাপক উন্নয়ণ করেছি। আরো কিছু উন্নয়ন বাকী আছে। আমার কাজের মূল্যায়ণ করে আগামীতে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে বাকী কাজগুলো সমাপ্ত করব।
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আড়াইহাজারের উন্নয়ণের রুপকার আলহাজ¦ নজরুল ইসলাম বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন বিচক্ষণ নেত্রী। তিনি গোপালদী পৌরসভা নির্বাচনে রাজপথের লড়াকু সৈনিক, কারা নির্যাতিত, যোগ্য ও সাহসী আওয়ামীলীগের একনিষ্ঠ পরীক্ষিত নেতা এম এ হালিম শিকদারকে মনোনয়ণ দিয়েছেন। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। পরপর দুই বার তাকে জনগণ ভোট দিয়ে মেয়র পদে নির্বাচিত করেছেন। এবারের নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করে হ্যাট্রিকের জয়ের মালা পরিয়ে দিবেন পৌরবাসীরা।
এসময় আড়াইহাজারের মাটি ও মানুষের নেতা নজরুল ইসলাম বাবু বলেন, গোপালদী পৌরসভায় নৌকার প্রার্থী এম এ হালিম শিকদারকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে এই পৌরসভাটি উপহার দিতে চাই।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan