ফতুল্লার নরসিংপুর হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পূর্ব গোপাল নগরের হান্নান সরকারের পুত্র মো. জয় (২৪) ও উত্তর নরসিংপুর এলাকার মো. কাশেমের পুত্র মো. আরমান (২০)।
শনিবার সন্ধ্যায় তাদের কে ফতুল্লার নরসিংপুরস্থ তারা স্পিনিং মিলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৭০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। তবে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক সম্রাট সানীসহ অপর দুই মাদক ব্যবসায়ী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা থানা সীমান্তের নরসিংপুর তারা স্পিনিং এলাকায় অভিযান চালিয়ে ৭০ পুরিয়া হেরোইনসহ জয় ও আরমানকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক সম্রাট সানী ও তার অন্যতম দুই সহোযোগি সোহাগ ও কাইয়ুম।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) জানায়, হেরোইন উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। পলাতক অপর মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের চেস্টা করছে পুলিশ।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan