
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া ইউনিয়ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশের পরিত্যাক্ত জায়গায় গড়ে উঠেছে উঠতি বয়সের কিশোরদের মাদক সেবনের আড্ডা। গাছগাছালিতে ভরপুর থাকায় জায়গাটিতে নিজেদের আড্ডা দেওয়ার জন্য বাশ ও কাঠ দিয়ে মাচা তৈরি করেছে মাদক সেবিরা। সারাদিন সেখানে বসে চলে তাদের মাদক সেবন। রাত হলে বেড়িয়ে পড়ে চুরি ও ছিনতাই কাজে। হাসপাতাল কর্তৃপক্ষ এসব বিষয়ে বাধা দিলে স্বাস্থ্য কেন্দ্রে হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ইট-পাটকেল ছুড়ে স্বাস্থ্য কেন্দ্রের জানালার গ্লাস ভাঙচুর করে তারা। এ ঘটনায় আইনী সহযোগীতা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২৮ এপ্রিল স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালায় মাদকসেবি কিশোর গ্যাং এর সদস্য সুমিলপাড়া এলাকার স্বপনের ছেলে অমিত হোসেন, হৃদয় খান, নাদিম হাসান, ইমন হোসেন, শুভ মিয়া, জীবন খান সহ অজ্ঞাত আরো ১৪/১৫ জন।
সুমিলপাড়া ইউনিয়ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. জালাল আহমেদ জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কেন্দ্রের পেছনের বাগানে উঠতি বয়সের কিশোর ছেলেরা আড্ডাস্থল বানিয়েছে। তাদেরকে একাধিকবার বাধা প্রদান করা হলেও তারা কোন কথা শোনেনা। এখানে বসে তারা প্রতিনিয়ত মাদক সেবন করে। বাগানের ঝোপঝাড় সহ চারপাশে মাদকের নানা উপকরণ পরে রয়েছে। এসব বিষয়ে পূর্বেও পুলিশকে অবগত করা হয়েছে। তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আমি বাধা দিলে তারা ইট-পাটকেল ছুড়ে স্বাস্থ্য কেন্দ্রের জানালার গ্লাস ভাঙচুর করে। আমি তাদের ভিডিও ধারণ করায় আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।