
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নরসিংদী মদনগঞ্জ হাইওয়ে সড়কের তুরকুনি এলাকায় সোমবার সকালে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতা কর্মীরা। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সড়িয়ে দেয়। এলাকাবাসী জানায়, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নির্দেশনায় দলীয় নেতা কর্মীরা সকালে তুরকুনি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোব মিছিল করে। পুলিশ এসে তাদের ধাওয়া দিলে বিক্ষোভকারীরা সড়ে যায়।
কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার জানান, অবৈধ তফসিল বাতিল ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এক দফা দাবি আদায়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে হরতালের সমর্থনে আমাদের এ কর্মসূচী। এ সরকারের পতন না ঘটিয়ে আমরা বাসায় ফিরবোনা।
এ বিষয় জানতে চাইলে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, বিএনপির নেতা কর্মীরা অল্প সময়ে মিছিল করলেও আমাদের নজরে আসেনি। তারা কোন অবস্থাতেই সড়কে অবস্থান করতে দেখা যায়নি।