
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
ফতুল্লায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাকত আসামী মো. রেজাউল ইসলাম (৩২)’কে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ মার্চ) ফতুল্লা মডেল থানাধীন গাবতলী মাসদাইর কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পাবনার আটঘরিয়া থানাধীন বোয়ালিপাড়া শিবপুর গ্রামের মো. হানিফের ছেলে।
রাতে র্যাব-১১’র কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার একেএম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত আসামীকে পাবনা জেলার আটঘরিয়া থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।