নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামী জয়নাল আবেদীন ফারুক ওরফে কলার ফারুককে গ্রেফতার করেছেন র্যাপিড এ্যাকশন র্যাটালিয়ান র্যাব-১১। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি মাদ্রাসা রোড এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। জয়নাল আবেদীন ফারুক সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার ছেলে ওয়ন ওসমান ও ভাতিজা আজমিরী ওসমানের অন্যতম সহযোগী ছিলেন। তাদের নাম ভাঙ্গিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারীদের মাস্টার মাইন্ড ছিলেন সিদ্ধিরগঞ্জের নাজু মার্কেট বটতলা এলাকার নূরূল হকের ছেলে জয়নাল আবেদীন ফারুক। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের অন্যতম সহযোগী জয়নাল আবেদীন ফারুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাইনবোর্ড থেকে শিমড়াইল মোড় পর্যন্ত আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ, হামলা চালিয়েছেন। জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও পল্টন থানায় একাধিক হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন ফারুকের নামে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা রয়েছে, যার নাম্বার- ২৫, তারিখ, ২৬/০৮/২০২৪, এছাড়াও হত্যার চেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে যার নাম্বার:২ তারিখ: ২/০৯/২০২৪, ফতুল্লা থানায় মামলা নাম্বার, ৪, তারিখ: ০৫/০৯/২০২৪, মামলা নাম্বার: ১৮ তারিখ: ২২/০৮/২০২৪, ঢাকা পল্টন থানায় হত্যা মামলা, যার নাম্বার: ১৭ তারিখ: ১৩-০২-২০২৫, এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বটতলা নাজু মার্কেট এলাকার বাসিন্দা জানান, বহু অপকর্মের হোতা জয়নাল আবেদীন ফারুক। শামীম ওসমানের দাপট দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে সে। কিন্তু পাঁচ আগষ্টের পর নতুনভাবে খোলশ পাল্টে বিএনপির নেতাকর্মীদের সাথে মিশে নিজেকে নব্য বিএনপির কর্মী দাবি করতে শুরু করেছে। বিএনপির নেতাকর্মীদের সাথে মিলেমিশে ওই এলাকায় লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, অন্যের জমি দখলসহ বিভিন্ন অপরাধ সংঘঠিত করে বেড়াচ্ছেন। র্যাব তাকে গ্রেফতার করায় এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরে এসেছে বলেও জানান তিনি।
আব্দুল হালিম নামে ওই এলাকার এক বাসিন্দা জানান, গেল ষোল বছর সাহেবপাড়া, নাজু মার্কেট, রহিম মার্কেট, মিজমিজি, মাহমুদপুর পাকার মাথা, মিতালী মার্কেটসহ আশপাশের এলাকায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হয়ে পুরো এলাকায় সন্ত্রাসের রামরাজত্ব করে বেরিয়েছেন এই ফারুক ওরফে কলার ফারুক। তার ভয়ে এলাকাবাসী তটস্থ থাকতেন। ব্যবসায়ীরা থাকতেন ভীত। মিতালী মার্কেটের বহু ব্যবসায়ীকে পথে বসিয়ে নিজের আখের গুছিয়েছেন এই বাটপার ও মানুষ ঠকানো ফারুক। দোকানমালিকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
সাইনবোর্ড মিতালী মার্কেটের এলাকার ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, গেল ষোল বছরে শামীম ওসমানের দাপট দেখিয়ে মার্কেটির ব্যবসায়ীদের পথে বসিয়েছে সে। আমার কাছ থেকেও জমি দেওয়ার কথা বলে ত্রিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে আর জমিও দেয়নি, টাকা চাইতে গেলে উল্টো হামলা, মামলার ভয় দেখাতো সে। তিনি বলেন, বহু ব্যবসায়ীর স্বপ্ন ভেঙ্গে খানখান করেছেন প্রতারক জয়নাল আবেদীন ফারুক।
হারুন মিয়া নামে আরেক ব্যবসায়ী জানান, আমার কাছ থেকেও ছয় লাখ টাকা নিয়ে গেছে সে। টাকা চাইতে গেলে উল্টো হামলা ও মামলার শিকার হতে হয়। টাকাটা আজও পেলাম না। মিতালী মার্কেটের ১৩নং ভবনের ৩৬০টি দোকান থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে প্রতি দোকান থেকে নয় হাজার টাকা করে প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা আত্মসাৎ করে সে। আট নং ভবনের দশটি দোকান দীর্ঘদিন জোরপূর্বক দখল করে রেখেছেন তিনি। এছাড়াও অন্যের দোকান জালজালিয়াতির মাধ্যমে বিভিন্ন লোকের নামে বেনামে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন প্রতারক জয়নাল আবেদীন ফারুক।
পাঁচ আগষ্টের পর এখন সে আবার বিএনপির কর্মীদের সাথে উঠাবসা করে নতুন বিএনপির কর্মী হতে উঠেপড়ে লেগেছে। এসব দাগী অপরাধীরা বারবারই পার পেয়ে যাচ্ছে। তাই জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের সর্বোচ্চ মহলের সহযোগীতা চান ভুক্তভোগী এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এসকল প্রতারক যাতে বিএনপির নাম ব্যবহার করে কোন সুযোগ সুবিধা না নিতে পারে সেজন্য বিএনপির হাই কমান্ডের কাছেও দাবি জানান ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম সাংবাদিকদের বলেন, বহু অপকর্মের হোতা জয়নাল আবেদীন ফারুককে গ্রেফতার করেছে র্যাব-১১। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan