নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলা, মামলার আসামী শাহজালাল মিয়া জামিনে বের হয়ে আসার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন তার পরিবার ও স্বজনরা। মামলা তুলে নিতে হুমকি প্রদান করায় মামলার বাদি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
মামলার এজহার সুত্রে জানাযায়,২০১৪ সালে উপজেলার পূর্বকান্দি গ্রামের আব্দুর রব মিয়াকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় প্রধান আসামী ছিলেন শাহজালাল মিয়া। ২০২৩ সালের ১৮জুন পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেফতার করেন পুলিশ। তিনি ১নং ওয়ার্ড কদমিরচর গ্রামের শহিদ মিয়ার ছেলে। শাহজালাল হাইকোর্ট থেকে জামিন নিয়ে কালাপাহাড়িয়া কদমিরচর গ্রামে গিয়ে মামলার বাদী ও স্বাক্ষীগণকে হুমকি দিচ্ছে বলে জানান কালাপাহাড়িয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আম্বর আলী প্রধান।
আম্বর আলী প্রধান বলেন আসামী শাহজালাল দীর্ঘ নয় বছর পলাতক ছিল, যে কারণে মামলার বাদী ও স্বাক্ষীরা ভয়ে স্বাক্ষী দিতে পারে নাই। আড়াইহাজার থানার পুলিশ আসামী শাহজালাল কে গ্রেফতার বিজ্ঞ আদালতে প্রেরণ করে। পরে এই মামলায় স্বাক্ষী প্রদান করেন।
হত্যা মামলার সাক্ষী হাফিজুল্লাহ ও মনির হোসেন কালের কন্ঠকে জানান, আব্দুর রব হত্যা মামলার প্রধান আসামী শাহজালাল মিয়া জামিনে বের হয়ে এসে আমাদেরকে সাক্ষী না দেওয়ার জন্য হুমকি প্রদান করছেন। আমরা আদালয়ে গিয়ে তার বিরুদ্ধে সাক্ষী প্রদান করি তাহলে আমাদের ও পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
মামলার বাদি নিহত আব্দুর রবের চাচা আম্বর আলী জানান, আমার ভাতিজা আব্দুর রবকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে শাহজালার মিয়া ও তার লোকজন। জামিনে বের হয়ে এসে শাহজালাল ও তার স্বজনরা মামলা তুলে নেওয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ বিষয় মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি আমরা।
হুমকি প্রদানের বিষয়ে জানতে চাইলে শাহজালাল মিয়ার মোবাইল ফোন একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, হত্যা মামলার আসামী জামিনে বের হয়ে এসে বাদি পক্ষকে হুমকি প্রদান করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan