A Top Ads

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে কাঁচপুর সেতুতে দুই ভাইকে ছুড়িকাঘাতের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ। আটককৃত ওই দুই ছিনতাইকারী হলো সিদ্ধিরগঞ্জের সাইলোগেইট এলাকার আনিস মহাজনের বাড়ির পাশে মৃত নুরুল ইসলামের ছেলে শাহ-আলম ও আজিবপুর বাগানবাড়ি আনিচের বাড়ির ভাড়াটিয়া ইমরান হোসেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল থেকে গ্রেফতার করা হয়েছে।

দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্য্যালয়ে এক প্রেসবিফ্রিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা গোলাম মোস্তফা রাসেল।

প্রেস বিফ্রিং এ পুলিশ সুপার বলেন, গত এগার জুলাই ভোর চারটায় আরমানুল ইসলাম রোহান তার ভাই আরমানুল ইসলাম রিপন মিয়া নামে দুই ভাই চট্টগ্রাম থেকে এসে কাঁচপুর সেতুর মোড়ে বাসস্ট্যান্ড এলাকায় তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে তাদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ছিনতাইকারীদের তারা বাধা দিলে ছিনতাইকারীরা তাদের এলোপাথারীভাবে দুই ভাইকে ছুড়িকাঘাত করে তাদের সাথে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাদের পুলিলের টহল টিম উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রোহান মিয়া মৃত্যুবরণ করেন ও তার ভাই রিপন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আমরা ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করি। এ অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) তরিকুল ইসলাম ও ডিবির ওসি মামুনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শাহ আলম, ইব্রাহীম নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

অপর একজন ছিনতাইকারীকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। দুই ছিনতাইকারীকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীরা মোবাইল ফোন ও টাকা ছিনতাইকরার উদ্দেশ্যেই নিহতের ঘটনা ঘটিয়েছে।

 

আগের সংবাদ দেখুনপ্রচারণায় এগিয়ে মোহাম্মদ সোহাগ
পরের সংবাদ দেখুনসড়ক ও জনপথ হাসুর দখলে