A Top Ads

আসাদুজ্জামান নূর

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন এক খন্ড সবুজের বাগান। হরেক রকমের ফল-ফলাদি আর গাছ-গাছালিতে ওখানকার মানুষের পছন্দের স্থান হয়ে উঠেছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। ইট-পাথরের এই যুগে হাঁশফাশ থেকে বাঁচতে নগরীর হাজার হাজার মানুষের মনের পিপাসা মিটায় এই বাগানটি। প্রতিদিনই উপজেলার হাজার হাজার সবুজ প্রেমী মানুষ বাগানটি দেখতে ভীর করছেন হাসপাতাল প্রাঙ্গণে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় ও তৃতীয় তলার ছাদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়মা আফরোজ ইভা গড়ে তুলেছেন দুটি বাগান। বিভিন্ন রকমের ফল, সবজি ও ফুলের চারা রোপণ করে তৈরি করেছেন দৃষ্টি নন্দন বাগান। ইট-পাথরের মেঝেতে তৈরি ছাদ বাগান নজর কেড়েছে সকলের। বাগানে উৎপাদিত ফলমূল দিয়ে পরিবারের চাহিদা মিটিয়েও হাসপাতালের ডাক্তার, নার্স এবং হাসপাতালের কর্মকর্তাসহ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মাঝে বিতরণ করছেন। এতে আনন্দের পাশাপাশি নিজের হাতে লাগানো গাছের বিষমুক্ত ফলমুল পাচ্ছেন তিনি। বাগান পরিচর্যার মাধ্যমে কাজে তৃপ্তি পান তিনি।

আড়াইহাজার উপজেলার শিল্পায়নের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জনসংখ্যা, বর্ধিত হয়েছে আবাসস্থল। শিল্প-কারখানা আর আবাসনের চাপে কমছে আবাদি ও ফসলি জমি। এতে ধীরে ধীরে কমে যাচ্ছে কৃষি জমির পরিধি। ইট-পাথর আর কংক্রিটের রাজত্বে ফসলি জমির পরিমাণ কমে যাওয়ায় ফলমূল চাষাবাদ ও গাছ রোপণের জায়গার ঘাটতি দেখা দিয়েছে। তাই শখ করে অনেকে ফল-ফুল কিংবা সবজি চাষে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের জন্য ছাদ বাগান করছেন। উপজেলায় ছাদ বাগান এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়মা আফরোজ ইভা আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন সরকারী হসপিটালের মানবিক ডাক্তার। তার স্বামী নারায়ণগঞ্জ-২ আসনের (আড়াইহাজার) জনপ্রিয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার সায়মা আফরোজ ইভা ২০১৯ সালের ৩০ ডিসেম্বর যোগদান করেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। যোগদানের পরই শুরু হয় হাসপাতালের জঙ্গল নিধনের কাজ। ১২ জন শ্রমিক দুই মাস কাজ করেন হাসপাতালের সৌর্ন্দয্য বর্ধনে।

পুরো হাসপাতাল এলাকায় বৃক্ষ রোপনসহ পুরান ও নতুন ভবনের ছাদে গড়ে তুলেন ছাদ বাগান। হাসপাতাল এরিয়াসহ ছাদ বাগানে সবজি, ফুল, ফলদ ও ওষুধিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন শুরু করেন। তার ছাদ বাগানে রয়েছে গোলাপ ফুল, জবা ফুল, গাদা, ডালিয়া, ঝাউভেড়া, পিটুমিয়া, স্থল পদ্ম, ওয়াটার লিলি, কামিনী, হাসনাহেনা, আলমান্ডা, কাঠগোলাপ, সূর্যমুখী সহ নানা জাতের ফুল।

এছাড়া তার ছাদে রয়েছে ১২০ জাতের ফলজ গাছ। এর মধ্যে উল্লেখযোগ্য লেবু, মালটা, জাম্বুরা, পেয়ারা, আমলকী, তীন ফল, বিদেশী সফেদা, ড্রাগন, কলা, আঁখ, সাদা জাম, কালো জাম, আমড়া, ওলবরই, এ্যবোকাডা, খেজুর, সুপারী, কাঠাল, ললী ফল, কালো আঙ্গুর, সাদা আঙ্গুর, আপেল, পেঁেপ, কমলা, ডালিম, আমরুপালী, ব্লাক ষ্টোর, থাই কাটিমন, মিয়াজাকী, আতাফল, শরিফা, আপেল কুলফলসহ নানা প্রকারের ফলের গাছ।

এ ছাড়া কাঁচামরিচ, ক্যাপসিকাম, পুদিনা পাতা, ফুলকপি, বাধা কপি, সিম, ঢেড়শ, শষা, টমেটো, বেগুন, লাউ, লালশাক, পালংশাক, সরিষা শাক, মিষ্টি আলু, কলমী শাক সহ বিভিন্ন প্রকারের ফল ও সবজি ও শাক রয়েছে। বাগান পরিচর্যার কাজে তাকে সহযোগিতা করেন হাসপাতালের শ্রমিকরা। এছাড়া তার এলাকায় নিজ বাড়ির ছাদে বিভিন্ন ফল ও ফুলের বাগান করেছেন। কৃষ্ণপুরা এলাকায় রয়েছে একটি লেবুর গাছের বাগান। যেখানে রয়েছে দুই শতাধিক লেবু গাছ।

দুপ্তারা এলাকার ব্যবসায়ী মাসুম আশরাফ জানান, স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে হসপিটালে এসেছি। হসপিটালের বাগান দেখে ভাল লেগেছে। এখানে বসলে মন ভাল হয়ে যায়। অনেক প্রকার ফল-মূল ও সবজির সমারোহ আছে।

এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম হ্যালো সরকার বলেন, ডাক্তার সায়মা আফরোজ ইভা ম্যাডাম বিভিন্ন প্রজাতির ফলজ, ভেষজ, গাছ লাগিয়েছেন। বাগান দেখতে আশপাশের লোকেরা প্রতিদিন ভীড় জমাচ্ছেন। এই বাগানটি দেখে আমি নিজেও মুগ্ধ হয়েছি। তিনি বলেন, হাসপাতালের ছাদে এত সুন্দর বাগান আগে কখনো কোথাও দেখিনি।

আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মা আফরোজ সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি হাসপাতালের পরিবেশকে সুন্দর করতে যে বাগান করেছেন তা প্রশংসার দাবিদার। আমাদের সকলের উচিত এমন সুন্দর বাগান করা। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বাড়ির আঙ্গিনাসহ প্রতিটি খালি জায়গায় গাছ লাগানোর জন্য আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মা আফরোজ হাসপাতালের সৌর্ন্দয্য বৃদ্ধিতে তিনি সুন্দর একটি ছাদ বাগান করেছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচুর গাছ লাগিয়েছেন। পুরো হসপিটাল এলাকায় বিভিন্ন ফলজ ঔষধি গাছ লাগিয়ে আমাদের পরিবেশ রক্ষায় তিনি কাজ করছেন। এটি একটি অত্যান্ত মহৎ উদ্যোগ। আমাদের সকলের পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা বাস্তাবায়ন করা।

এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়মা আফরোজ ইভা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবেশ রক্ষায় ফলজ, ঔষধিসহ ১২০ প্রজাতির গাছ লাগিয়েছি হাসপাতালের ছাদে। এতে হাসপাতালের পরিবেশও সুন্দর হয়েছে। প্রতিদিন আশপাশের এলাকা থেকে এই ছাদ বাগান দেখে মুগ্ধ হয়ে নিজেদের বাড়ির ছাদে ও আঙ্গিনায় বাগান করছেন এলাকাবাসীরা। এই বাগান একদিকে যেমনি মনের প্রশান্তি জোগায় অন্যদিকে আমাদের মনপ্রাণকে সবসময় সজিব করে তোলে।

আগের সংবাদ দেখুনকাফন পরানো যুবতীর লাশ উদ্ধার
পরের সংবাদ দেখুন২ মাদক কারবারি আটক