
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় স্বামীর গোপন অঙ্গ কেঁটে ফেলার অভিযোগ স্বীকার করলেন স্ত্রী বীনা আক্তার। পরকীয়া প্রেমের কারনেই এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি অকপটে স্বীকার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান ও অভিযুক্ত ছোয়া ২০১৪ সাল থেকে সাংসারিক জীবনে আবদ্ধ ছিলেন। ভুক্তভোগী স্বামী চাকরির সুবাদে বাইরে থাকতেন। এই সুযোগে তার স্ত্রী বিভিন্ন ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। তৌহিদের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জানতে পেরে গত দুই ফেব্রুয়ারি স্ত্রীকে জিজ্ঞেস করেন মনিরুজ্জামান। সেদিন রাতে মনিরুজ্জামানকে চেতনানাশক খাইয়ে তার বিশেষ অঙ্গ কেটে স্ত্রী ছোয়া বাসায় থাকা অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয় যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, এ ঘটনায় আহতের স্ত্রী বিনা ওরফে ছোয়া ও পরকীয়া প্রেমিক তৌহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ছোয়া স্বীকার করেছেন তিনিই তার স্বামীর গোপন অঙ্গ কেটে ফেলেছেন।