
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন। সিনিয়র সচিব জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে “গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ ” কর্মসূচির আওতায় একটি হলুদ ক্যাসিয়া গাছ রোপন করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর প্রধান ও আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানের শহীদদের যাদের প্রাণের বিনিময়ে এদেশের মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। তিনি জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের জুলাই অভ্যুত্থানের তরুণদের আদর্শ ধারণ করে সততা, নৈতিকতা, মানবিকতা ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসক তাকে ” গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ ” এর একটি ক্রেস্ট উপহার হিসেবে তুলে দেন।