A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

আড়াইহাজারে নির্মাণাধীন ওয়াসার রাস্তায় পানি স্প্রে করার গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মজিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের রাইনাদী আতাদী এলাকায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক গাড়ীটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নিহত মজিবুর রহমান রাইনাদী আতাদী গ্রামের মৃত আজিজ ভূঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময় ওই এলাকায় নির্মাণাধীন ওয়াসার রাস্তায় পানি স্প্রে করার কাজ করছিল একটি গাড়ী। এ সময় বৃদ্ধ মজিবুর রহমান ফসলের মাঠ থেকে কাজ সেড়ে বাড়ীতে ফিরছিলেন। তিনি ওয়াসার রাস্তায় উঠা মাত্র পানি স্প্রে করা গাড়ীটির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসি জড়ো ও উত্তেজিত হয়ে ঘাতক গাড়ীটিতে অগ্নী সংযোগ করে গাড়ীটি পুড়িয়ে দেয়।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব ঘটনা নিশ্চিত করেন।

আগের সংবাদ দেখুনওষুধ কারখানায় আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
পরের সংবাদ দেখুনজুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১৪