
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
নারায়ণগঞ্জ জেলা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লাখো লাখো পূণ্যার্থীদের অংশগ্রহনে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পাপ মোচন পুণ্যস্নান তীর্থ ভূমি ব্রহ্মপুত্র নদে লাঙ্গলবন্দ স্নানোৎসব। গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপী স্নানোৎসব বুধবার রাতে শেষ হয়। পূণ্যার্থীদের স্নানোৎসব উপলক্ষে সপ্তাহ ব্যাপী লোকজ মেলা বসবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্নানোর্থীরা জানান, ব্রহ্মপুত্র নদে স্নান করলে পাপ মোচন হয়, ব্রহ্মার কৃপালাভ করা যায়। এ দিকে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে স্নানোৎসবের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, মহাতীর্থ লাঙ্গলবন্দের উন্নয়নে দেড়শত কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে আধুনিক গাড়ি পার্কিং ব্যবস্থা তৈরি করা হয়েছে। যেখানে এক সঙ্গে পাঁচ শতাধিক গাড়ি পার্কিং করা যাবে। পূণ্যার্থীদের থাকার জন্য ডরমিটরী ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সুষ্টুভাবে স্নান সম্পাদনের জন্য ১৮টি স্নানঘাটের নির্মাণও চলমান। এ মেগা প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন কেন্দ্রে পরিনত হবে লাঙ্গলবন্দ।