
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদি পৌরসভার সদাসাদি কাজীপাড়া গ্রামের মা ও মেয়ের উপর এসিড নিক্ষেপ করেছেন পাসন্ড এক পিতা। এতে স্ত্রীর পা ও মেয়ের মুখ ঝলসে গেছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে থানায় মঙ্গলবার মামলা করেছেন আহতের মা সাহেলা আক্তার।
মামলার এজহারে জানাযায়, উপজেলার গোপালদী পৌরসভার সদাসদি কাজীপাড়া গ্রামের মোর্শেদা আক্তারের প্রথম স্বামীকে তালাক দেয়ার পর তার একমাত্র শিশু কন্যা মারিয়াকে নিয়ে মা সাহেদা বেগমের সাথে বসবাস করছে। গত পাঁচ মাস পূর্বে একই পৌরসভার গায়েনপাড়া এলাকার মৃত আনসর আলীর ছেলে খোকন মিয়া সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর থেকে পূর্বের সংসারের ছয় বছরের কন্যা সন্তান মারিয়া আক্তারকে তার নানির বাড়িতে রেখে আসার জন্য চাপ প্রয়োগ করেন মোর্শেদার স্বামী। এতে মোর্শেরা আক্তার রাজী না হওয়ায় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান তিনি। এক পর্যায়ে স্বামী খোকন মিয়া ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত অবস্থায় ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে স্ত্রী ও মেয়েকে এসিড নিক্ষেপ করে। এতে স্ত্রী মোর্শেদা আক্তারের পা ও মেয়ে মারিয়া আক্তারের মুখমন্ডল ঝলসে যায়।
তাদেরকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মামলার বাদি আহত মোর্শেদা বেগমের মা সাহেদা বেগম জানান, আমার মেয়ে ও নাতিনকে যেভাবে এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে এটা কোন ভাবেই মানতে পারছি না আমি। ঘটনার সাথে জড়িত পাষন্ড খোকন মিয়াকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাাস্তির দাবি করছি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, এই ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। আসামীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।