
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
আড়াইহাজারে স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতন মামলায় স্বামী গোলজার হোসেন (৪৫)’কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গোলাজার হোসেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের হাজী জমশেদ আলীর ছেলে। রোববার সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার উজান গোবিন্দী গ্রামের হাজী তারা মিয়ার মেয়ে শিরিনা আক্তারকে ২৩ বছর আগে বিয়ে করে গোলজার হোসেন। বিয়ের পর গোলজারকে ব্যবসার জন্য ৫ কোটি টাকা কর্জ দেয় স্ত্রী শিরিনা আক্তারের পরিবার। কিন্তু পরে গোলজার আবার রীতা নামে এক মহিলাকে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই গোপনে বিয়ে করে এবং অন্যত্র বসবাস করে। এ খবর জানার পর শিরিনার অভিভাবকেরা তাদের দেয়া ৫ কোটি টাকা ফেরত চান গোলজারের কাছে। টাকা চাইলেই গোলজার প্রথম স্ত্রী শিরিনাকে শারীরিক নির্যাতন করে এবং তালাকের হুমকী দেয়।
এ বিষয়ে শনিবার বিকেলে শিরিনার অভিভাবকেরা উজানগোবিন্দী এলাকায় বিষয়টির সমঝোতার জন্য বসেন। কিন্তু গোলজার বিসয়টির সুরাহা না করে আরো ১ কোটি টাকা যৌতুক হিসেবে দাবী করে এবং শিরিনাকে ওখানেই মারধর করে। এ বিষয়ে শিরিনা বাদী হয়ে রাতেই গোলজার ও তার দ্বিতীয় স্ত্রী রীতাসহ পরিবারের সকল সদস্যদেরকে আসামী করে একটি মামলা দায়ের করে। ওই মামলায় স্বামী গোলজার হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) ও বর্তমান ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।