নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় স্ত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন পাষন্ড স্বামী। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নূর মহসিনের আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দী প্রদান করেন মানিক পাটোয়ারী।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াযুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের জালকুরি পশ্চিম পাড়া এলাকায় স্বামী মানিক পাটোয়ারী তার স্ত্রী আনোয়ারা বেগমকে ছুরিকাঘাতে হত্যাকান্ডের ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন আদালতে।
গত বুধবার বিকেলে তার স্ত্রীকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় তিনি। পরে আশেপাশের লোকজন আহত অবস্থায় ওই গৃহবধূকে খানপুর তিন’শ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ঘটনায় আনোয়ারা বেগমের মেয়ে স্বর্ণালী আক্তার বাদী হয়ে তার বাবা মানিক পাটোয়ারীকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ঘাতক মানিক পাটোয়ারীকে সিদ্ধিরগঞ্জের জালকুরি বাস স্ট্যান্ড এলাকা থেকে শনিবার দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালতে ঘাতক স্বামী মানিক পাটোয়ারী তার স্ত্রীকে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan