
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রূপগঞ্জের ভূলতা এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড নামে রি-রোলিং মিলে লোহা গলানোর সময় চুল্লি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাত শ্রমিকেরই মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সবশেষ মারা যায় ইব্রাহিম (৩৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (৪ মে) বিকেলে ওই রি-রোলিং মিলের ভেতরে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিয়ন নামে এক শ্রমিক মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বাকি পাচ জনের মৃত্যু হয়।