A Top Ads

ফয়সাল আহমেদ, সোনারগাঁও

নতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দে ভাসল সোনারগাঁ উপজেলার ৪২নং কুমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থী। বুধবার (৩ মে) উপজেলার সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নার উদ্যোগে এলজিএসপি-৩ এর আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইসরাফিল মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল হাই শিকদারের সসঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।

প্রধান অতিথির বক্তব্যে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার মান বৃদ্ধির লক্ষ্যে ও পড়াশুনার প্রতি আগ্রহ বাড়াতেই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। আশা করি অভিভাবকরাও শিক্ষার মান বাড়াতে তাদের সন্তানদের উৎসাহ প্রদান করবেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের শিক্ষা নিশ্চিত করতে চান। এই জন্য শিক্ষার মান বাড়াতে ঝরে পড়া শিশুদের স্কুল ব্যাগ দিয়ে উৎসাহ প্রদানের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে। এ সময় তিনি শিক্ষার গুনগত মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। পর্যায়ক্রমে প্রতিটি স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলে তিনি জানান।

আগের সংবাদ দেখুনফুটওভার ব্রীজ সম্প্রসারণে সওজের উচ্ছেদ
পরের সংবাদ দেখুনবিচার বেচা-কেনার জিনিস নয় : প্রধান বিচারপতি