
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় সন্ত্রাসী জালালের নেতৃত্বে ওই এলাকার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বদরুন্নেচ্ছা আইডিয়াল স্কুল এন্ড কলেজের জমি দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এসময় সন্ত্রাসী জালাল ও তার সহযোগীরা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহেরের কাছ থেকে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না পেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। গেল মঙ্গলবার সন্ত্রাসী জালালের নেতৃত্বে একটি বাহিনী বিদ্যালয়ের জমির বাউন্ডারী ভেঙ্গে ফেলে। এ ঘটনায় ভূক্তভোগী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহের থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারপর দিন বুধবার ফের জমির বাউন্ডারি গুড়িয়ে দেয় জালাল বাহিনী। এসময় থানা পুলিশ হাতেনাতে তিন জনকে আটক করেন। আটককৃতরা হলেন, উত্তর মাদানীনগর এলাকার বাসিন্দা সিরাজুল হকের ছেলে আমিনুল হক বিল্লাল, আব্দুল কাইয়ুম মিয়া ও জাহের আলী। এ ঘটনায় বিদ্যালয়ের আবু তাহের সিদ্ধিরগঞ্জ থানায় একটি এজহার দায়ের করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় বদরুন্নেচ্ছা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবু তাহের চলতি বছরের ১৯ জানুয়ারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড মালিবাগ শাখা হতে সিদ্ধিরগঞ্জ মৌজায় খতিয়ান নম্বার সিএস ৫৬১ এসএ ৭১৪ ও আরএস ৪৮২ দাগনং সিএস ও এসএ ১১৮, আরএস ৮১ দাগের ৭শতাংশ জমি আটষট্টি লক্ষ সত্তর হাজার টাকা নিলামে ৪৪৩ নাম্বার দলিলমূলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। উত্তর মাদানীনগর এলাকার বাসিন্দা শুক্কুর মিয়া(কুলি)র ছেলে জালাল মিয়া, মৃত: সিরাজুল হকের ছেলে আমিনুল হক বিল্লাল, মৃত: আব্দুর রশিদের ছেলে মাহবুব হোসেনের নেতৃত্বে একটি সিন্ডিকেট জমিটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা জমির বাউন্ডারী ভেঙ্গে দিয়ে জমির মালিকের কাছ থেকে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন।
গত বুধবার বাউন্ডারী ভাঙ্গার সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে এসআই জহিরুল ইসলাম ও এসআই ওয়াসিম আকরাম সরেজমিনে গিয়ে সিরাজুল হকের ছেলে আমিনুল হক বিল্লালসহ তিনজনকে আটক করেন। তবে এই বাহিনীর প্রধান সন্ত্রাসী, ভুমিসদ্যু মাদানীনগর এলাকার বাসিন্দা কুলির ছেলে জালাল মিয়া ও আব্দুর রশিদের ছেলে মাহবুব পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করেন তারা জমির বাউন্ডারি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন ও বিশ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।
ভুক্তভোগী জমির মালিক বদরুনেচ্ছা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহের জানান, আমি ন্যায্যমূল্য দিয়ে ন্যাশনাল ব্যাংক মালিবাগ শাখা হতে জমিটি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। জালাল মিয়া, আমিনুল হক বিল্লাল ও মাহবুব হোসেন আমার মালিকানাধীন জমিতে থাকা বাউন্ডারি জোড়পূর্বক ভেঙ্গে ফেলে।
এ বিষয়ে আমি থানায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। তারপরও থানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের আমার জমির বাউন্ডারী ভেঙ্গে ফেলেছে। তিনি বলেন, সন্ত্রাসীরা আমার কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে এই ভূমিদস্যু ও সন্ত্রাসীর সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম জানান, মাদানীনগর এলাকার একটি স্কুলের জমির বাউন্ডারি ভেঙ্গে ফেলার ঘটনায় ও জমির মালিকের কাছে চাঁদাবাজির ঘটনায় তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার মূল আসামী জালাল উদ্দিন ও মাহবুবকেও গ্রেফতার করার চেষ্টা চলছে।