
সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তরিকুল ইসলাম শান্ত নামে তের বছরের এক স্কুল ছাত্রকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মিজমিজি পাইনাদী কবরস্থান এলাকার আলাউদ্দিন ও সরদারপাড়া এলাকার হাবিবের ছেলে কাউছার মিয়া। এ ঘটনায় জড়িত আয়মান মিয়া, রাতুল মিয়া, সিয়াম মিয়া, রাহাত মিয়াসহ অজ্ঞাত আরো ৫/৬ জন আসামী পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি সন্ধায় ভুক্তভোগী শান্তকে চাকুরীর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায় গ্রেফতারকৃত কাউছার। পরে রাত সাড়ে দশটায় শান্ত’র পরিবারের কাছে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে আসামিরা। ঘটনাস্থল হিরাঝিল গিয়ে শান্তকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। এসময় এলাকাবাসীর সহায়তায় কাউছার এবং আলাউদ্দিনকে আটক করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মো. চান বাদশা বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে মামলা (নং-১৪) দায়ের করেছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছে ভুক্তভোগী বাবা। এদের মধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।