নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপাড়া এলাকায় এক ব্যবসায়ীর জায়গায় জোড়পূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে শনিবার বিকেলে ওই ব্যবসায়ী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, নোয়াপাড়া গ্রামের মৃত আ: সালাম মিয়ার ছেলে মোহর আলী, মোহর আলীর ছেলে আলী আকবর, তারা মিয়া, ফিরোজ মিয়াসহ একটি সন্ত্রাসী বাহিনী আমার ক্রয়কৃত শ্রীপতির চর মৌজাস্থ যাহার সিএস:১১৯,এস এ:১৪১, আর এস ১৩৬ হইতে মোট ২৪ শতাংশ। আর এস: ১৬৯ হইতে ৩ পয়েন্ট ৬৮ শতাংশ আর এস: ৬৯ হইতে ৮ পয়েন্ট ৮০ শতাংশ, আর এস ১১০ হইতে ১ শতাংশ আর এস ৬৫ দাগ হইতে ৯ পয়েন্ট ০৬ শতাংশ, আর এস, ১০৯ দাগে ২.২২ শতাংশ, মোট ২৪ শতাংশ জমি ক্রয় করি। যার দলিল নং ৪৫৯৪। আমার ক্রয়কৃত জমিতে সন্ত্রাসীরা জোড় পূর্বক দখল করে ঘর নির্মাণ করছে।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী জাকির হোসেন জানান, আমি শ্রীপতির চর মৌজার নোয়াপাড়া এলাকায় প্রায় পঁচিশ শতাংশ জমি ক্রয় করি। আমার জমি দখল করে জমিতে ফিরোজ মিয়া, আকবর মিয়া,তারামিয়াসহ একদল সন্ত্রাসী জোড়পূর্বক ঘর নির্মাণ করছেন। আমি বাধা দিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এতে আমি চরম নিরাপত্তাহীনতা ও আতংকে দিন কাটাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানা পুলিশ পরিদর্শক আহসান উল্লাহ জানান, এ বিষয়ে জাকির হোসেন বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়েরের পর থানা থেকে পুলিশ পাঠিয়ে অবৈধভাবে ঘর নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan