ফয়সাল আহমেদ
সোনারগাঁওয়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাসঁ, মুরগী, কবুতর ও অত্যাধুনিক মেশিনারিজ প্রদর্শন করা হয়। এসময় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আক্তার, উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান, সোনারগাঁও ডেইরি এসোসিয়েশন এর সভাপতি নজরুল ইসলাম ও সোনারগাঁও পোল্ট্রি এসোসিয়েশন এর সভাপতি জহিরুল ইসলাম খোকন।
এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আক্তার বলেন, খামারিদের সর্বপ্রকার সহযোগিতায় আমরা তাদের পাশে আছি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan