A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

সোনারগাঁও থানাধিন তালতলা ফাঁড়ি পুলিশের পৃথক অভিযানে ২ হাজার পিস ইয়াবা ও ৬ বোতল বিদেশী মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. জাকির রাব্বানীর নেতৃত্বে এএসআই ইলিয়াস ও এএসআই শাহিন জামপুর এবং নোয়াগাঁও ইউনিয়নের দুইটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

গত ২০ ও ২১ মে জামপুর ইউনিয়নের আমবাগ ও নোয়াগাও ইউনিয়নের শেখকান্দী এলাকা থেকে ৬ বোতল বিদেশি মদ ও দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- সোনারগায়ের আমবাগ গ্রামের জলিলের ছেলে মো. মোবারক, মো. হাসান, শেখকান্দী গ্রামের মোতালিবের ছেলে সাদেক (৪৬) এবং কক্সবাজারের টেকনাফ থানাধীন জিম্মান খালি গ্রামের রশিদ আহমেদের মেয়ে রাজিয়া সুলতানা (২৭)।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

আগের সংবাদ দেখুনফতুল্লায় হত্যা মামলার আসামী গ্রেফতার
পরের সংবাদ দেখুনভুয়া এমবিবিএস ডাক্তার আটক