
সোনারগাঁ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা কল্পনা শেষে জাতীয় পার্টির মনোনয়ণপত্র জমা দেওয়ার শেষ দিনে নারায়ণগঞ্জ-৩ আসন সোনারগাঁ থেকে মনোনয়ণপত্র জমা দিয়েছেন ১২ জন প্রার্থী। এরা হচ্ছেন, বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সিনিয়র আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খাঁন, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মোহাম্মদ আসলাম হোসাইন,বাংলাদেশ কংগ্রেস থেকে সিরাজুল হক সিরাজ, ইউনাইটেড ডেমোক্রেডিট পার্টি থেকে নারায়ণ দাস, তরিকত ফেডারেশন থেকে মজিবুর রহমান মানিক।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুবিনা সুলতানা, এ.এইচ মাসুদ দুলাল, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা এরফান হোসেন দীপ,মারুফুল ইসলাম ঝলক।
স্থানীয়রা বলছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোনারগাঁয়ের সাধারণ ভোটাররা ইতিমধ্যেই প্রার্থীদের নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। প্রতিনিয়তই প্রার্থীদের অবস্থান নিয়ে পাড়া মহল্লা, অলিতে গলিতে চায়ের কাপে ঝড় বইছে। সাধারণ ভোটাররা মনে করছেন, এবারের নির্বাচনে সৎ, যোগ্য, শিক্ষিত ও আদর্শবান প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।
জানাগেছে, এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে ক্লিন ইমেজ, সুশিক্ষিত ও আদর্শবান হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র এর মনোনীত প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এল এল বি(অনার্স), ১৯৭৬ সালে একই বিশ^বিদ্যালয় থেকে এল এল এম ডিগ্রী অর্জন করেন।
১৯৮০ সালে তিনি আইন পেশায় যোগদান করেন। ১৯৮৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সনদ প্রাপ্ত হন এবং ২০১১ সালে জোট সরকারের আমলে ডেপুটি এটর্নি জেনারেল হন। প্রায় ৪৬ বছর আইন পেশায় নিজেকে নিয়োজিত করে দেশজুড়ে সুনাম অর্জন করেছেন।
তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তার বড়ভাই মাসুদুর রহমান খাঁন বৈদ্যের বাজার মুক্তিযোদ্ধা থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সে সময়ে মুক্তিযোদ্ধা মাসুদুর রহমান খাঁন সক্রিয়ভাবে মহান মুক্তিযোদ্ধে অংশ গ্রহন করে শত্রুদের পরাস্ত করে দেশের স্বাধীনের জন্য অগ্রনী ভুমিকা পালন করেন।
দেশের আইনজীবী অঙ্গনে তিনি এক উজ্জল নক্ষত্র। দেশের বড় বড় আলোচিত মামলা পরিচালনা করে সুপরিচিতি লাভ করেন। তাই সকল প্রার্থীর চেয়ে একজন সুশিক্ষিত প্রার্থী সিনিয়র আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খাঁনকেই এবারে সংসদ সদস্য হিসেবে বেছে নিতে চান সোনারগাঁয়ের ভোটাররা। স্থানীয়রা বলছেন যতি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তিনিই হবেন আগামী দিনের সংসদ সোনারগাঁয়ের।