A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ জামপুর তালতলা এলাকায় প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ীর মার্কেট নির্মাণে বাধা প্রদান করছেন জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এতে ওই ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

ব্যবসায়ীরা জানান, উপজেলার তালতলা এলাকার ৫৫ শতাংশ জমি ক্রয় করেন ব্রাক্ষনবাওগাঁ, তালতলা, মালিপাড়া, মজুমপুরসহ বিভিন্ন এলাকার ৬০জন ব্যবসায়ী। তারা একটি মার্কেট নির্মাণে পরিকল্পনা হাতে নিয়ে বালু ভরাটের কাজ শুরু করলে এতে বাধা প্রদান করেন জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা হামিম শিকদার ও তার সহযোগীরা। এতে ওই সকল ব্যবসায়ীরা আর্থিক লোকসানসহ মার্কেট নির্মাণে বাধাগ্রস্থ হয়ে পড়েছেন।

ব্যবসায়ী বাবুল মিয়া, রফিকুল ইসলাম জানান, আমরা তালতলা মার্কেট সমবায় সমিতি নামে প্রায় ষাটজন সদস্য মিলে একটি জমি ক্রয় করে সম্প্রতি বালু ভরাট করে মার্কেট নির্মাণে কাজ শুরু করি। এতে সাবেক চেয়ারম্যান শিপলু ক্ষিপ্ত হয়ে আমাদের কাজ বন্ধ করে দেয়।

ইসলাম মিয়া ও অধ্যক্ষ গিয়াস উদ্দিন জানান, অত্র এলাকার বাসিন্দা মজিবুর রহমানের বিরুদ্ধে একটি চক্র মিথ্যা, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এই জমিটি আমরা অনেক কষ্ট করে ক্রয় করে মার্কেট নির্মাণের জন্য কাজ শুরু করি। সাবেক চেয়ারম্যান শিপলুর কারণে কোন অবস্থাতেই আমরা মার্কেটের কাজ করতে পারছিনা। এ বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

পিয়ার আলী ও লিটন মিয়া নামে দুই ব্যবসায়ী জানান, আমাদের ক্রয়কৃত জমিটি দখল করার জন্য সন্ত্রাসীরা পায়তারা চালাচ্ছেন। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। প্রয়োজনে আমাদের জীবন দিবো তবুও জমি ছাড়ব না আমরা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানা, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আগের সংবাদ দেখুনঅনুর্ধ-২৩ দলের খেলোয়ারদের উপহার সামগ্রী দিলেন নীট কনসার্ন গ্রুপ
পরের সংবাদ দেখুনত্বকী হত্যা মামলার আরও ১ জন গ্রেপ্তার